হাইটেক পার্কের জন্য আমদানি শুল্ক সর্বোচ্চ ৫ শতাংশ

প্রতীকী ছবি

দেশের হাইটেক পার্কে অবস্থিত প্রতিষ্ঠান কর্তৃক রেয়াতি/অব্যাহতি সুবিধায় আমদানি সংক্রান্ত এসআরও সংশোধন করে আগামী বাজেটে সর্বোচ্চ ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বাজেট বক্তৃতায় আমদানি-রপ্তানি কর অধ্যায়ে এ কথা বলা হয়েছে।

বাজেট বক্তৃতায় আরও বলা হয়েছে, হাইটেক পার্কে অবস্থিত প্রতিষ্ঠান কর্তৃক মূলধনী যন্ত্রাংশ ও নির্মাণসামগ্রী আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান সংক্রান্ত এসআরও-তে দুই ধরনের পণ্যসামগ্রীর আমদানিতে ০% আমদানি শুল্ক নির্ধারণ করা হয়েছে। যা ১% নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে। হাইটেক পার্কের ডেভেলপার কর্তৃক উন্নয়ন কাজে ব্যবহৃত পণ্য আমদানিতে ০% আমদানি শুল্ক নির্ধারণ করা হয়েছে। যা ৫% নির্ধারণ করার সুপারিশ করছি।

হাইটেক পার্কে অবস্থিত প্রতিষ্ঠান কর্তৃক যানবাহন আমদানিতে ০% আমদানি শুল্ক নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র আমদানি শুল্ক অব্যাহতি প্রদান করে অন্যান্য সকল শুল্ক কর আরোপ করার সুপারিশ করা হয়েছে।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (বাহাটেপার্ক) হচ্ছে বাংলাদেশের একটি সরকারি সংস্থা, যেটি সারাদেশে প্রযুক্তি পার্ক প্রতিষ্ঠা, ব্যবস্থাপনা এবং পরিচালনায় নিয়োজিত। এটি ২০১০ সালে গঠিত হয়েছে। বাহাটেপার্ক বর্তমানে গাজীপুর জেলার কালিয়াকৈর হাইটেক পার্ক এবং যশোর সফটওয়্যার টেকনোলোজি পার্কসহ এ সংক্রান্ত অন্য প্রকল্পগুলোর বাস্তবায়নে কাজ করছে।

ঢাকার মহাখালী আইটি ভিলেজ, রাজশাহী জেলার পবা উপজেলার বরেন্দ্র সিলিকন সিটি এবং সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় সিলেট ইলেক্ট্রনিক সিটি এই সংস্থার পরিকল্পিত প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত। দেশে এ পর্যন্ত ১১টি হাইটেক পার্ক স্থাপন করা হয়েছে।