বাজেটে বিত্তশালীদের নিট পরিসম্পদের ওপর কর বাড়ছে

আসছে নতুন অর্থবছরের বাজেটে বিত্তশালীদের নিট পরিসম্পদের ওপর কর বাড়ছে। প্রস্তাবিত বাজেটে নিট পরিসম্পদের মূল্যমান ৪ কোটি টাকা অতিক্রম করলে ১০ শতাংশ এবং নিট পরিসম্পদের মূল্যমানের সর্বোচ্চ সীমা ৫০ কোটি টাকা অতিক্রম করলে সারচার্জের পরিমাণ ৩৫ শতাংশ করার প্রস্তাব করা হবে। 

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে এই প্রস্তবনা আনার কথা রয়েছে। 

প্রস্তাবিত বাজেটে এই বিধান কার্যকর হলে করসীমা বেড়ে যাবে। বর্তমানে নিট পরিসম্পদের মূল্যমান ৪ কোটি টাকা পর্যন্ত প্রদেয় সারচার্জের হার শূন্য। 

বিগত বাজেটে বিত্তশালী ব্যক্তি করদাতাদের নিকট হতে নিট সম্পদের ভিত্তিতে প্রদেয় আয়করের শতকরা হারে সারচার্জের বিধান রয়েছে। দীর্ঘদিন ধরে বিধানটি কার্যকর রয়েছে। 
ব্যক্তি করদাতার সারচার্জ সমাজের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে আয় ও সম্পদ এর সুষম বণ্টন নিশ্চিত করবে বলে প্রস্তাবনায় বলা হয়েছে। তবে, সারচার্জের বিদ্যমান কাঠামো অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হবে বাজেটে।