দুই রাঘববোয়ালের বিচার যেন শেষ পযর্ন্ত হয়: ড. খলীকুজ্জামান

ড. কাজী খলীকুজ্জামান আহমদ। ফাইল ছবি

অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেছেন, সম্প্রতি সাবেক দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তার বিচার কাজ যেন শেষ পর্যন্ত যায়।

তিনি বলেন, অতীতে দেখা গেছে এ রকম অনেক প্রভাবশালীর বিচারকাজ বা দুর্নীতির অভিযোগের তদন্ত মাঝ পথে থেমে যায়। এক্ষেত্রে যেন এমনটি না হয়।

আজ সোমবার রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ও ডরপ আয়োজিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, এ রকম রাঘববোয়াল দুর্নীতিবাজ দেশে আরো আছে, তাদেরকেও যেন বিচারের আওতায় আনা হয়। 

ড. খলীকুজ্জামান বলেন, নতুন বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ও মূল‍্যস্ফীতির হারের যে লক্ষ‍্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি কোনোভাবেই অর্জন করা যাবে না। বাজেটে কীভাবে এ রকম লক্ষ‍্যমাত্রা নির্ধারণ করা হলো সেটি আমার বোধগোম‍্য নয়।