ব্যাংকিং খাতের দুর্নীতি রোধে শ্বেতপত্র প্রকাশের তাগিদ

আহসান এইচ মনসুর। ফাইল ছবি

ব্যাংকিং খাতের অনিয়ম-দুর্নীতি রোধে সরকারকে শ্বেতপত্র প্রকাশ করার আহ্বান জানিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।

শনিবার সকালে ঢাকায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) একক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম। 

এসময় অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, ‘ব্যাংকিং খাতে খুব মন্দা চলছে। সংকট নিরসনে আশার কোনো আলো নেই। আগে বলা হলো- নির্বাচনের পর নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্বাচন শেষে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি।’

তিনি বলেন, ‘আবার নতুন বাজেটেও তেমন উদ্যোগ নেই। মনে হচ্ছে, সরকার সমস্যাগুলো জিইয়ে রাখছে৷ তবে কিছু পদক্ষেপ নেওয়া হলো সত্য। যেগুলো আবার সংস্কারের জন্য যথাযথ নয়। যেমন, ব্যাংক একীভূতকরণের উদ্যোগ আর্থিক খাতের সংস্কারের সঠিক পদ্ধতি মেনে হয়নি।’

দেশের কর রাজস্ব পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, ‘পদ্ধতিগত জটিলতার কারণে দেশের কর রাজস্ব আয় বাড়ানো যাচ্ছে না।’

তার মতে, এই খাতে যথেষ্ট হয়রানি রয়েছে। অথচ, রাজস্ব আয় বাড়ানোর অনেক সুযোগ আছে। সেবার মান বৃদ্ধির মাধ্যমে কর আদায় বাড়াতে হবে। পাবলিক সার্ভিস বাড়াতে পারলে ও সেবার গুণগত মানে মানুষ সন্তুষ্ট হলে আর কর প্রদানে মানুষের 
আপত্তি থাকবে না।