নতুন মুদ্রানীতি ঘোষণা বৃহস্পতিবার

নতুন মুদ্রানীতি ঘোষণা বৃহস্পতিবার

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের মুদ্রানীতি বৃহস্পতিবার প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এবারো মূল লক্ষ্য হবে, নীতি সুদের হার বাড়ানো ও টাকার সরবরাহ কমানো, যেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যায়।

এতো দিন সংবাদ সম্মেলনের মাধ্যমে মুদ্রানীতি ঘোষণা করা হলেও প্রথমবারের মতো আগমীকাল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বর্তমানে নির্ধারিত নীতি সুদহার ৮ দশমিক ৫ শতাংশ। নতুন মুদ্রানীতিতে তা ২৫ বেসিস পয়েন্ট বাড়তে পারে। পাশাপাশি ডলারের দাম বেড়ে ১১৮ টাকায় উঠেছে। এরপরও মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী থামানো যাচ্ছে না। এ জন্য নীতি সুদহার আরো বাড়ানো হতে পারে। পাশাপাশি নেয়া হতে পারে নতুন উদ্যোগ।

বাংলাদেশ ব্যাংক গত মে মাসে সুদহার ঠিক করার বিষয়টি বাজারের ওপর দিয়েছে। একই সঙ্গে ডলারের দর নির্ধারণের নতুন পদ্ধতি ‘ক্রলিং পেগ’ চালু করে। এতে এক লাফে সাত টাকা বেড়ে ডলারের দর পৌঁছে ১১৭ টাকায়, যেটিকে নতুন পদ্ধতিতে ‘মধ্যবর্তী দর’ বলছে কেন্দ্রীয় ব্যাংক। এ সময়ে বাড়ানো হয় নীতি সুদহারও।

মূল্যস্ফীতির হার ৬ শতাংশে নামিয়ে আনতে গত জানুয়ারিতে সতর্ক ও সংকুলানমুখী মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।