বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট পাঁচ দিন ধরে হ্যাকারদের দখলে

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট পাঁচ  দিন ধরে হ্যাকারদের দখলে আছে। ওয়েবসাইটে ঢুকলে ‘অপারেশন হান্টডাউন’ নামের একটি লেখা দেখাচ্ছে।  কোটা আন্দোলনে আওয়ামী লীগ সরকারের হত্যাকান্ডের প্রতিবাদ হিসেবে সাইট দখল করে ইংরেজিতে লেখা হয়েছে এটা  ”এখন আর প্রতিবাদ নয় , এটা  এখন যুদ্ধ"।  

যদিও কেন্দ্রীয় ব্যাংকের মূখপাত্র  সাইফুল ইসলাম দি মিরর এশিয়ার কাছে দাবি করেছেন, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাকড হয়নি।  সরকারের আইসিটি মন্ত্রণালয় থেকে সরকারী প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট বন্ধ করা হয়েছে ।

বুধবার সীমিত আকারে ব্রডব্র্যান্ড ইন্টারনেট চালু হওয়ার পর সাড়ে সাতটা সময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, সেখানে একটি নোটিশ ঝুলছে। ওয়েবসাইটে অপারেশন হান্টডাউনের নিচে লেখা রয়েছে,  ‘আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হোন। সংহিসতার বিরুদ্ধে রুখে দাঁড়ান। একসঙ্গে মিলে আমাদের একটা পরিবর্তন আনতে হবে।’

ওয়েবসাইটে এমন লেখা দেখে অনেকে বলছেন, ওয়েবসাইটটি হ্যাকড হয়েছে।

এর আগে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত বৃহস্পতিবার ছাত্রলীগের ওয়েবসাইটসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্থার ওয়েবসাইট হ্যাকড করা হয়। ওই সব ওয়েবসাইটে ঢুকলে  "এই পেইজ কাজ করছে না’ লেখা দেখায়।

আর ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাকডের পর সেখানে হ্যাকড বার্তা প্রচার করা হয়।