পদ ছাড়তে এনবিআর চেয়ারম্যানকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
স্বৈরাচারী শাসকের ঘনিষ্ঠ সহচর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে পদত্যাগে আজকের পর্যন্ত সময়সীমা বেধে দেন দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক ও সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতারা।
বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে গিয়ে তাকে এই সময়সীমা বেধে দেওয়া হয়। এই শীর্ষ ব্যবসায়ীরা তাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আজকের মধ্যে পদত্যাগ না করলে আগামীকাল বৃহস্পতিবার এনবিআর কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন করা হবে। একইসঙ্গে তাকে পদত্যাগে বাধ্য করা হবে।
সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পক্ষে থেকে আজ এনবিআর কার্যালয়ে যান- এফবিসিসিআই পরিচালক নিজাম উদ্দিন নিজাম, মীর নিজাম উদ্দিন আহমেদ রাজেশ, রকিবুল আলম দিপু, সৈয়দ মো. বখতিয়ার, হাজী মো. আবুল হাশেম ও ব্যবসায়ী নেতা আবু সাদেক।
এফবিসিসিআই’র পরিচালক ও এসএস রহমান গ্রুপের চেয়ারম্যান রকিবুল আলম দিপু বলেন, এনবিআর চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদে একজন সৎ ও যোগ্য লোক প্রয়োজন। সৎ ব্যবসায়ীরা আবু হেনা মো. রহমাতুল মুনিমকে আর এক মুহূর্তও এ পদে দেখতে চান না।
প্রসঙ্গত, জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বছরের পর বছর নিয়োগে অনিয়ম, বদলি বাণিজ্য, পদায়ন বাণিজ্য, পদোন্নতি বাণিজ্য করেছেন। সীমানহীন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। তাকে এনবিআরের পদ থেকে সরিয়ে বিচারের আওতায় আনাও দাবি জানান ব্যবসায়ীরা।