দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হবে: সালেহ উদ্দিন
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অগ্রাধিকার দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করা বলে জানিয়েছেন নবগঠিত সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
শুক্রবার (৯ আগস্ট) প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মন্ত্রণালয় বরাদ্দ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, বিদ্যমান বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হবে।
তিনি জানান, সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার কারণে দেশবাসীর জীবন ও জীবিকার ওপর যে প্রভাব পড়েছে তা কাটিয়ে উঠতে তারা জোরালো পদক্ষেপ নেবেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, আমাদের ব্যবসার গতি ও কার্যক্রম ধীর হয়ে পড়েছে এবং অর্থনীতিতে বিশেষ করে ব্যাংকিং ও আর্থিক খাতে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। আমাদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হবে।
সরকারের এই উপদেষ্টা বলেন, সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার কারণে দেশবাসীর জীবন ও জীবিকার ওপর যে প্রভাব পড়েছে তা কাটিয়ে উঠতে তারা জোরালো পদক্ষেপ নেবেন।
এই উপদেষ্টা ব্যাংকিং খাত ও আর্থিক খাতের পাশাপাশি পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনারও প্রত্যয় ব্যক্ত করেন।