মন্থর অর্থনীতিতে গতি আনার চেষ্টা করব: সালেহ উদ্দিন
অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতিসহ দেশের অর্থনীতিতে যে সংকট রয়েছে তা আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করব। কারণ অর্থনীতির গতি মন্থর হয়েছে।
শনিবার অর্থ মন্ত্রণালয়ে প্রথম দিনের মতো অফিস করতে গিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের ব্যাংকিং খাতের সংস্কার করা হবে, তবে আগে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম চালু হোক।
তিনি জানান, এর আগে, অর্থনীতিতে কিছু ভুল নীতি ছিল, মানুষ উন্নয়নের সুফল পাননি। এখন আমরা সার্বিক বিষয়গুলো দেখব। টাকা পাচার ও ঋণ খেলাপি নিয়েও কাজ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগপত্র জমা দিয়েছেন, সেটা গ্রহণ করা হবে কি-না, এমন প্রশ্নে সরকারের এই উপদেষ্টা বলেন, আগামীকাল বৈঠক আছে, সেখানে এসব বিষয়ে আলোচনা করা হবে।
তিনি বলেন, যারা অনিয়ম করতে গভর্নরকে বাধ্য করেছেন, বা তিনি বাধ্য হয়েছেন কি-না তা খতিয়ে দেখা হবে। যারা আর্থিক খাতে কেলেঙ্কারির সাথে যুক্ত তাদদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।