বিনিয়োগকারীদের পুঁজি ফিরলো সাড়ে পাঁচ হাজার কোটি টাকা
আওয়ামী লীগ সরকার পতনের পরে গতি ফিরেছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গড়ে লেনদেন হয়েছে এক হাজার ২৮২ কোটি টাকার বেশি। আলোচ্য সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ফিরেছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার বেশি। সপ্তাহজুড়ে ডিএসইর লেনদেন বাড়লেও দরপতনে অধিকাংশ কোম্পানি।
জানা গেছে, রোববার (১১ আগষ্ট) সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৩ হাজার ৯১৩ কোটি ৮ লাখ ৬৯ হাজার টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৮ হাজার ৯৬৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৫ হাজার ৫১ কোটি ৩১ লাখ ৬৮ হাজার টাকা বেড়েছে।
এছাড়া গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ২৭৮টির। আর ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
সপ্তাহজুড়ে অধিকাংশ কোম্পানি দরপতনে থাকার কারণে কমেছে ডিএসইর সূচক। সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০.৯৭ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯০৩ পয়েন্টে। বাজারমূলধনের শীর্ষ ৩০ সূচক ৪৬.৬২ পয়েন্ট বা ২.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৭৯.৩৫ পয়েন্টে। সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক ১০.১৯ পয়েন্ট বা ০.৮০ শতাংশ কমে ১ হাজার ২৬৪ পয়েন্টে।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ৪১১ কোটি ১২ লাখ ৭৯ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে এক হাজার ২৮২ কোটি ২২ লাখ ৫৫ হাজার টাকা।