পুঁজিবাজার গুরুত্বপূর্ণ হয়ে উঠবে: বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজার গুরুত্বপূর্ণ হয়ে উঠবে: বিএসইসি চেয়ারম্যান

বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, পুঁজিবাজার সামনে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এজন্য সবার কাছে বিশ্বাসের জায়গা তৈরি করতে হবে।

তিনি বলেন, পুঁজিবাজারের গত ১৫ বছরের কার্যক্রম তদন্তে যে কমিটি গঠন করা হয়েছে তাদের কাছে আমি আইনগত বাস্তব সম্মত প্রতিবেদন চাই। এ প্রতিবেদন থেকে দিক নির্দেশনামূলক তথ্য উঠে আসবে আশা করি।

বিএসইসির মাল্টিপারপাস হলে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব বলেন। 

বিএসইসি চেয়ারম্যান বলেন, আমরা এ তদন্ত কমিটির কাছে আইনগত বাস্তব সম্মত প্রতিবেদনে চাচ্ছি। প্রয়োজন হলে আমাদের সাথে সাহায্য নিতে পারে। তবে আমাদের আশা থাকবে যত দূরে সম্ভব সবকিছু শেষ করে যে রিপোর্ট হবে তানা যেটুকু সম্ভব হবে জানাতে থাকবে। তবে তাড়াহুড়া করে যেন কাঁচা কাজ না হয়।

তিনি বলেন, এ তদন্ত খুব শিগগিরই শুরু হয়ে যাবে। এই তদন্তর কয়েকটা ধাপ আছে। তবে এ তদন্ত শুরু হবে বিএসইসি থেকে। কোন কোন ক্ষেত্রে আইনের বাইরে কাজ হয়েছে এ তদন্ত প্রতিবেদন ৬০ দিনের ভিতরে তৈরি করা হবে।