রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলো ব্যাংকের ঋণের কিস্তি পরিশোধে অক্ষমতা প্রকাশ করছে
পাঁচটি সরকারী ব্যাংকের ঋণের কিস্তির টাকা পরিশোধে অক্ষমতা প্রকাশ করেছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি)।
এ ছাড়া সরকারী প্রতিষ্ঠানের ব্যাংকের ডাউন পেমেন্ট ও কিস্তি পরিশোধ ব্যতিরেকে সুদ মওকুফ করে আদায়যোগ্য টাকার বিপরীতে আর কোন সুদ আরোপ না করে সুদবিহীন ব্লক তহবিল করতে অনুরোধ করেছে বিএসএফআইসি।
বিএসএফআইসি এর আর্থিক সক্ষমতা বিবেচনায় ডাউন পেমেন্ট ও কিস্তি পরিশোধ ব্যতিরেকে সুদ মওকুফ করে আদায়যোগ্য টাকার বিপরীতে আর কোন সুদ আরোপ না করে সুদবিহীন ব্লক তহবিল হিসেবে স্থানান্তর করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিশেষ সার্কুলার জারির নির্দেশনা দেওয়ার জন্য পুনরায় অনুরোধ করা হয়েছে।
রাষ্ট্রমালিকানাধীন পাঁচটি ব্যাংক হচ্ছে- সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক এবং বিডিবিএল।
বিএসএফআইসি এর অধীন চিনিকলগুলোর বিভিন্ন ব্যাংকের ঋণের সুদ মওকুফ, সুদ স্থগিত, পরিশোধ সংক্রান্ত বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংক, বিএসএফআইসি ও শিল্প মন্ত্রণালয়ের কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি চিনি কলগুলোর আর্থিক সক্ষমতা বিষয়টি পর্যালোচনা করে বিএসএফআইসি এর কাছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পাওনার বিপরীতে সুদ মওকুফপূর্বক মওকুফযোগ্য সুদ সুদবিহীন বøক হিসাবে স্থানান্তরসহ মওকুফোত্তর আদায়যোগ্য পাওনার বিপরীতে সরকারি বন্ড ইস্যু করার জন্য সুপারিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পেশ করা হয় ।
শিল্প মন্ত্রণালয়ের উপসচিব আফরোজা বেগম আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি পাঠিয়ে যথাযোগ্য ব্যবস্থা করতে বলেছেন।
এদিকে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা দ্য মিরর এশিয়াকে বলছেন, দ্রুতই বিএসএফআইসিরের ঋণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সঙ্গে বৈঠক করবে শিল্প মন্ত্রণালয়।
পাঁচটি ব্যাংকের দাবি করা ডাউন পেমেন্ট পরিশোধ করতে হলে অবশ্যই বিএসএফআইসি লেজার স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট বাবদ ১৫৯ দশমিক ০৮ কোটি টাকা প্রয়োজন। বিএসএফআইসি এর আর্থিক সক্ষমতা বিবেচনায় এ প্রতিষ্ঠানটির পক্ষে ১৫৯ দশমিক ০৮ কোটি টাকা ডাউট পেমেন্ট ও ত্রৈমাসিক কিস্তি ২৯৬ দশমিক ৪০ কোটি টাকা করে পরিশোধ করা বর্তমান প্রেক্ষাপটে সম্ভবপর নয়।
এদিকে, সরকারী মালিকানাধীন এক সোনালী ব্যাংকের কাছেই বিএসএফআইসি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সোয়া নয় হাজার কোটি টাকা, যা নিয়েই বিপাকে রয়েছে দেশের সবচেয়ে বৃহৎ ব্যাংকটি। তাই এ বিশাল সমস্যার সমাধানের চেয়ে প্রতিষ্ঠানটি দ্বারস্থ হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ম অব্যবস্থাপনার চরম উদাহরণ বিএসআইসি। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দ্বারস্থ হয়েছে সোনালী ব্যাংক। দেশের উৎপাদিত চিনির দাম আমদানি পণ্য থেকে কমিয়ে প্রতিষ্ঠানটি পাঁচ দশকে খেই হারিয়ে ফেলেছে ।