ছয় সপ্তাহের মধ্যে ডলারের মান সর্বোচ্চ

ছয় সপ্তাহের মধ্যে ডলারের মান সর্বোচ্চ

আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের দাম বেড়েছে। গত ৬ সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ। গত ছয় সপ্তাহে ডলারের সূচক ছিল সর্বোচ্চ ১০১ দশমিক ৯০, বৃহস্পতিবার (০৩ অক্টোবর) তা দাঁড়িয়েছে ১০২ দশমিক ০৯ এ। অর্থাৎ এই সূচক বেড়েছে প্রায় দেড় শতাংশ। গত এপ্রিলের পর থেকে এটির সবচেয়ে শক্তিশালী অবস্থান।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সুদের হার নতুনভাবে নির্ধারণের আগে শুক্রবার (০৪ অক্টোবর) গত ছয় সপ্তাহের মধ্যে ডলারের দাম এখন সর্বোচ্চ।

মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং বিশ্ব অর্থনীতির বর্তমান অবস্থার কারণে ডলারের মান বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

অপরদিকে ইউরোর মান এই সপ্তাহে কমেছে এক দশমিক ১৮ শতাংশ।

রয়টার্সের করা এক জরিপে অর্থনীতিবিদরা আমেরিকায় প্রায় দেড় লাখ চাকরি সংযোজনের আশা করছেন। যেখানে বেকারত্ব চার দশমিক ২ শতাংশ স্থিতিশীল থাকবে।