বৈশ্বিক বাণিজ্য পরিসরে তলানিতে বাংলাদেশ: বিশ্বব্যাংকের প্রতিবেদন
বৈশ্বিক বাণিজ্য পরিসরে বাংলাদেশের অবস্থান তলানিতে, ৫টি সারির মধ্যে চতুর্থ স্থানে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একশর মধ্যে ৫৩ দশমিক ৮৬ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। বৈশ্বিক বাণিজ্যের জন্য আইনি কাঠামো, সরকারি সেবা আর পরিচালনার দক্ষতাতেও রয়েছে অপর্যাপ্ততা। আর বিরোধ নিষ্পত্তিতে রয়েছে একদম নিচের সারিতে।
সম্প্রতি বিশ্বব্যাংকের বিজনেস রেডি শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন শ্রেণিতে ৫০টি দেশের বাণিজ্য অবস্থান তুলে ধরেছে বিশ্বব্যাংক। তবে বৈশ্বিক বাণিজ্য পরিসরে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। ৫০টি দেশকে ৫টি সারিতে ভাগ করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশ রয়েছে চতুর্থ সারিতে। এ ক্ষেত্রে বাংলাদেশের স্কোর ১০০ এর মধ্যে ৫৩ দশমিক ৮৬ পয়েন্ট।
আন্তর্জাতিক বাণিজ্যে আইনি কাঠামোতে বাংলাদেশের স্কোর ১০০ এর মধ্যে ৫১ দশমিক ৫৬, সরকারি সেবায় ২৯ দশমিক ৫২ ও পরিচালনা দক্ষতায় ৮০ দশমিক ৫০ পয়েন্ট। অর্থাৎ, বৈশ্বিক বাণিজ্যের জন্য বাংলাদেশে প্রয়োজনীয় আইন, সরকারি সেবা ও পরিচালন দক্ষতা পর্যাপ্ত নয়।
এতে দেখা গেছে, কেবল ব্যবসা-বাণিজ্যের অবস্থানের ক্ষেত্রেই বাংলাদেশ রয়েছে দ্বিতীয় সারিতে। এই শ্রেণিতে বাংলাদেশ পেয়েছে ৬৬ দশমিক ৯১ পয়েন্ট। ব্যবসা শুরু, শ্রম, আর্থিক সেবা ও করে আছে তৃতীয় সারিতে।
বাজারের প্রতিযোগিতা, ব্যবসা-বাণিজ্যে অসচ্ছলতা ও পরিষেবায় বাংলাদেশের অবস্থান চতুর্থ সারিতে। আর সবচেয়ে খারাপ অবস্থান বিরোধ নিষ্পত্তিতে। এই শ্রেণিতে বাংলাদেশ একদম নিচের সারিতে রয়েছে, পেয়েছে ৪১ দশমিক ৯০ পয়েন্ট।
২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের কথা বাংলাদেশের। সরকারের লক্ষ্য, আগামী ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন এবং ২০৪১ সালে উচ্চ আয়ের দেশে পরিণত হওয়া। তবে বৈশ্বিক বাণিজ্যে চতুর্থ সারিতে থেকে সেই লক্ষ্য কতটা অর্জন সম্ভব, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বব্যাংক ও অর্থনীতি বিশেষজ্ঞরা।