রিজার্ভ স্থিতিশীল হচ্ছে: গভর্নর
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে এবং স্থিতিশীল হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। রোববার (২০ অক্টোবর) ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আগের সরকারের সময়ে রিজার্ভ প্রতি মাসে ১ দশমিক ৩ বিলিয়ন (১৩০ কোটি) ডলার কমছিল, কিন্তু এখন তা ইতিবাচক দিকে ফিরছে।"
তিনি আরও জানান, সার, বিদ্যুৎ এবং আদানি-শেভরনের বকেয়া পাওনার জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পরিশোধ করা হয়েছে। শুধু গত দুই মাসে, কেন্দ্রীয় ব্যাংক ১ দশমিক ৮ বিলিয়ন (১৮০ কোটি) ডলার পরিশোধ করে অপরিশোধিত বিল ২ দশমিক ৫ বিলিয়ন (২৫০ কোটি) ডলার থেকে ৭০০ মিলিয়ন (৭০ কোটি) ডলারে নামিয়েছে।
৮ অক্টোবর পর্যন্ত বিপিএম-৬ হিসাব অনুযায়ী, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারে, এবং মোট রিজার্ভ ২৪ দশমিক ৯৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য আগামী দুই মাসের মধ্যে বাকি ঋণ পরিশোধ করে নভেম্বর–ডিসেম্বরের মধ্যে ঋণমুক্ত হওয়া। এটি সম্ভব হলে, বাজারে তারল্য পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন তিনি।
তিনি আরও বলেন, এই বকেয়া পরিশোধ করলে অর্থনীতির ওপর চাপ কমবে এবং অর্থনৈতিক কার্যক্রম ত্বরান্বিত হবে। এছাড়া, কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
তবে গভর্নর দেশের ক্রমবর্ধমান বৈদেশিক ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা এখন ১০৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তিনি বলেন, বর্তমান ঋণের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে কমপক্ষে এক বছর সময় লাগবে, তাই ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।