রমজানে যেসব নিত্যপণ্য আমদানিতে শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক

রমজানে যেসব নিত্যপণ্য আমদানিতে শর্ত শিথিল করল কেন্দ্রীয় ব্যাংক

আগামী রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহজ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ সুবিধা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যবসায়ীরা ১১টি পণ্য আমদানি করতে ঋণপত্র বা এলসি (লেটার অব ক্রেডিট) খোলার ক্ষেত্রে ব্যাংকের সঙ্গে আলোচনা করে মার্জিন কমাতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক বুধবার (৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে।

রমজান মাসে কিছু ভোগ্যপণ্যের চাহিদা বেড়ে যায়, আর সে কারণে এসব পণ্যের দাম স্থিতিশীল রাখতে আমদানি সহজ করার উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক এই সুবিধা দিয়েছে।

যে ১১টি পণ্যের জন্য এলসি মার্জিন শিথিল করা হয়েছে, তা হলো— চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, ছোলা, মটর, মসলা এবং খেজুর। এসব পণ্যের জন্য ঋণপত্র খোলার ক্ষেত্রে ব্যবসায়ীদের মার্জিন হারের সর্বনিম্ন সীমায় রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, বাজারে এসব পণ্যের সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের ঋণপত্র খোলার সময় অগ্রাধিকার দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় এই নির্দেশনা জারি করেছে, যা অবিলম্বে কার্যকর হবে। কেন্দ্রীয় ব্যাংক দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে।