হিলি বন্দরে বাড়ছে আলু আমদানি, কমছে দাম
দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে এক দিনে ৭১ ট্রাকে ১৮ হাজার ২০০ টন আলু আমদানি হয়েছে। আমদানি বেশি হওয়ায় আলুর দামও কমেছে কিছুটা। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরা ভিড় জমাচ্ছেন হিলি স্থলবন্দরে।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুর থেকে একে একে বন্দরে আসতে থাকে আলু বোঝাই ৭১টি ট্রাক।
আলু আমদানিকারক আনোয়ার হোসেন জানান, চাহিদা থাকায় মূলত আলু আমদানি করা হচ্ছে। হিলি বন্দরে অনেক পাইকার আসছেন আলু কিনার জন্য। আলুগুলো আমরা বন্দর থেকে বিক্রি করে থাকি। সব থেকে বড় সমস্যা হচ্ছে, ভারতের বাজারে প্রতিনিয়ত আলুর দাম বাড়ছে। সেখানে আলুর দাম না বাড়লে আলু কম দামে বিক্রি করা সম্ভব হতো।
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল আলম বলেন, হিলি স্থলবন্দর দিয়ে এর আগে অল্প কিছু আলু আমদানি হলেও এখন প্রতিদিনই আলুর আমদানি বাড়ছে। আলু যেহেতু পচনশীল পণ্য তাই কাস্টমসের শুল্কায়নসহ যাবতীয় কার্যক্রম শেষে বন্দর থেকে দ্রুত ছাড়করনের ব্যবস্থা করা হয়ে থাকে। যাতে করে ব্যবসায়ীরা দ্রুত সেগুলো বাজারজাত করতে পারেন।
হিলি কাস্টমসের তথ্য মতে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এক দিনে ৭১ ট্রাক আলু আমদানি হয়েছে।