ভবিষ্যতে কেউ টাকা পাচার করলে ধরা পড়বে: অর্থ উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভবিষ্যতে কেউ টাকা পাচার করলেই ধরা পড়বে। কেউ লুটপাট করলে তাকে শাস্তি পেতে হবে।
রাজধানীর মহাখালীতে ‘পলিসি ডায়ালগ অন ফিন্যানসিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে আজ শনিবার দুপুরে এসব কথা বলেন তিনি।
অন্তর্বর্তী সরকার উচ্চ সুদে বিদেশ থেকে কোনো ঋণ নিচ্ছে না বলে জানান অর্থ উপদেষ্টা।
সালেহউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকারের পক্ষে সব সংস্কার করা সম্ভব নয়। এই সরকার আর্থিক খাতে স্বল্প ও মধ্যমেয়াদি সংস্কার করবে। দীর্ঘমেয়াদী সংস্কার করবে রাজনৈতিক সরকার।
অর্থনীতিতে ফুলিয়ে-ফাঁপিয়ে উন্নয়ন দেখানোর যে প্রবণতা ছিলো তা থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন সালেহউদ্দিন আহমেদ।
রাজস্বখাতে পলিসি আর ইমপ্লিমেন্টশন আলাদা করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোই ধ্বংসের দ্বারপ্রান্তে। অনেক প্রকল্প করা হয়েছে, ফিজিবিলিটি টেস্ট করা হয়নি। আদানির বিষয়ে কোনো করই দেওয়া হয়নি। আদানিকে টাকা দেওয়ার জন্যে সময় নেয়া হয়েছে।