খেজুর আমদানিতে শুল্ক কমলো
রমজানকে কেন্দ্র করে খেজুর আমদানিতে শুল্ক-কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। খেজুর আমদানিতে আগে সর্বমোট ৬৩.৬০ শতাংশ শুল্ক-কর ছিলো। এখন তা কমিয়ে ৩৮.৭০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে এবং ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।
এর আগে শুল্ক-কর কমাতে এনবিআরকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।
এনবিআর বলছে, খেজুর আমদানিতে বিদ্যমান শুল্ক-কর কমনোর কারণে মানভেদে প্রতি কেজি খেজুরের আমদানি ব্যয় প্রায় ৬০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত কমতে পারে।