ইসলাম গার্মেন্টস লিমিটেড ইউনিট-২ অনির্দিষ্টকালের জন্য বন্ধ
গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় ইসলাম গার্মেন্টস লিমিটেড ইউনিট-২ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কারখানার মূল ফটকে নোটিশ সাঁটিয়ে জানানো হয়, শ্রমিকদের অযৌক্তিক দাবি ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে আগামী শনিবার (৩০ নভেম্বর) থেকে কারখানাটি বন্ধ থাকবে।
প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, শ্রমিকদের বিশৃঙ্খলার জেরে নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে কারখানা বন্ধ করা হয়েছে।
৩১ অক্টোবর থেকে চলমান অস্থিতিশীলতা ও শ্রমিকদের আন্দোলন কারখানার কার্যক্রম ব্যাহত করছিল। কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালুর আশা প্রকাশ করেছে