ডিএসইর সূচক বেড়েছে ১৬.৪১ পয়েন্ট, এক ঘণ্টায় ১৪৩ কোটি ৭০ লাখ টাকা লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার প্রথম ঘণ্টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে।
দিনের ডিএসইতে লেনদেনের তথ্যে দেখা যায়, ৪ হাজার ৩৩৩টি লেনদেনের মাধ্যমে ৭ কোটি ৮০ লাখ শেয়ার ও ইউনিট বিনিময় হয়েছে। এ সময় মোট ১৪৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
প্রথম ঘণ্টায় ৩৮০টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ডিএসইতে দাম বেড়েছে ২৩২টি কোম্পানির শেয়ারের, কমেছে ৮৭টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ারমূল্য।
বুধবার (৪ ডিসেম্বর) প্রথম ১ ঘণ্টা ৫০ মিনিটে ডিএসইএক্সের প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪২ দশমিক ৪৬ পয়েন্টে দাঁড়ায়। এছাড়া ডিএসইএস শরিয়াহ সূচক শূন্য দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৭৬ দশমিক ৮৮ পয়েন্টে এবং ডিএস৩০ স্পেশাল ব্লু চিপ ৬ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৭ দশমিক ৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।