নভেম্বরে দেশের রপ্তানি প্রবৃদ্ধি ১৫.৬৩ শতাংশ
চলতি ২০২৪-২৫ অর্থবছরের নভেম্বর মাসে রপ্তানি আয় থেকে এসেছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার, যা গত অর্থবছরের বছরের নভেম্বরের তুলনায় ১৫ দশমিক ৬৩ শতাংশ বেশি।
বুধবার (৪ ডিসেম্বর) বিকালে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন।
ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাস, অর্থাৎ জুলাই থেকে নভেম্বরে মোট ১ হাজার ৯৯০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের এই সময়ের তুলনায় তা পৌঁনে ১১ দশমিক ৭৬ শতাংশ বেশি।
রপ্তানি আয়ের মধ্যে কৃষি খাতে ১৫ দশমিক ৮২ শতাংশ এবং ম্যানুফ্যাকচারিং খাতে ১৫ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এছাড়া হোম টেক্সটাইল রপ্তানি ২০.৭৪ শতাংশ এবং প্রাণিজ পণ্যে রপ্তানি সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে, ১২৫.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তবে প্রধান রপ্তানি খাতগুলোর মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে কমেছে শূন্য দশমিক ৩৫ শতাংশ।
সংবাদ সম্মেলনে রপ্তানি খাতের সক্ষমতা তুলে ধরে ইপিবির নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রপ্তানি খাতে নভেম্বর মাসে ১৫ দশমিক ৬৩ শতাংশ এবং জুলাই-নভেম্বর সময়ে ১১ দশমিক ৬২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এ থেকে বোঝা যায়, রপ্তানি খাত ঘুরে দাঁড়িয়েছে।’