এমসিসিআইয়ের সভাপতি কামরান রহমান পুনর্নির্বাচিত

এমসিসিআইয়ের সভাপতি কামরান রহমান পুনর্নির্বাচিত

কামরান তানভিরুর রহমান মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। হাবিবুল্লাহ এন করিম জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং সিমিন রহমান সহ-সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন। তারা ২০২৫ সালের জন্য নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এমসিসিআইয়ের ১২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তা অনুমোদন করা হয়। এর আগে গত ২৬ নভেম্বর এমসিসিআইয়ের নতুন পর্ষদের প্রথম সভায় সদস্যরা সর্বসম্মতিক্রমে সভাপতি, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করেন।

এমসিসিআইয়ের সভাপতি কামরান তানভিরুর রহমান বাংলাদেশের পাট ও চা খাতের একজন নেতৃস্থানীয় উদ্যোক্তা। তিনি পূবালী জুট মিলস লিমিটেড এবং কাপনা টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। এ ছাড়া তিনি বাংলাদেশ চা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত শ্রম সংস্কার কমিশনের সদস্য। তিনি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) এবং একই গ্রুপের কিছু সাবসিডিয়ারি বা সহযোগী প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক ছিলেন। কামরান রহমান এর আগে ২০২২ ও ২০২৩ সালে এমসিসিআইয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি ছিলেন।

এমসিসিআইয়ের সহ-সভাপতি সিমিন রহমান দেশের অন্যতম বৃহৎ ও সবচেয়ে বৈচিত্র্যময় সংগঠন ট্রান্সকম লিমিটেডের গ্রুপপ্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ট্রান্সকম গ্রুপের আওতাধীন সব প্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ওষুধ, পানীয়, ভোগ্যপণ্য, ইলেকট্রনিকস, বিতরণ, মিডিয়াসহ ট্রান্সকম গ্রুপের অধীন সব সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য। মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেড (দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার–এর প্রকাশক), রিলায়েন্স ইনস্যুরেন্স লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স এবং পূবালী ব্যাংকের অন্যতম প্রধান অংশীদার ট্রান্সকম লিমিটেড।

এ ছাড়া সিমিন রহমান এসকায়েফ ফার্মাসিউটিক্যালস, মিডিয়াস্টার লিমিটেড ও ট্রান্সকম বেভারেজ লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অন্যতম প্রধান অংশীদার।

এমসিসিআই পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন- মডার্ন ইন্ডাস্ট্রিজ (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ তারেক মো. আলী, শেলটেক (প্রা.) লিমিটেডের এমডি তানভির আহমেদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নাসের এজাজ বিজয়, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এমডি তপন চৌধুরী, অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানির পরিচালক উজমা চৌধুরী, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (এসিআই) এমডি আরিফ দৌলা, পিকার্ড বাংলাদেশের এমডি মো. সায়ফুল ইসলাম, সাতগাঁও টি এস্টেটের ব্যবস্থাপনা অংশীদার আরদাশীর কবির, ডব্লিউ অ্যান্ড ডব্লিউ গ্রেইনস কর্পোরেশনের পরিচালক আনিস এ খান, রহমান রহমান হকের জ্যেষ্ঠ অংশীদার আদিব হোসেন খান, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির চেয়ারম্যান গোলাম মইন উদ্দীন ও এম জে আবেদিন অ্যান্ড কোম্পানির অংশীদার হাসান মাহমুদ।