মৌলভীবাজারের বটুলী আইসিপির আমদানি ও রফতানি চালু
মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বটুলী আইসিপি দিয়ে ভারতে আমদানি-রফতানি শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে বটুলী আইসিপি দিয়ে বাংলাদেশ থেকে ৮ ট্রাক (২৮ হাজার কেজি) জুট কটন রফতানি করা হয় ও ভারত থেকে বাংলাদেশে ৪ হাজার ৭৪ কেজি সাতকরা আমদানি করা হয়।
গত ২৭ নভেম্বর থেকে ইসকন ইস্যুতে বটুলী আইসিপি সংলগ্ন ভারতের রাগনা এলাকায় সাম্প্রতিক আন্দোলনের প্রভাবে বটুলী বর্ডার আইসিপি দিয়ে ভারত থেকে পণ্য আমদানি ও রফতানি সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল।