ন্যাশনাল ব্যাংকেও লেনদেন বন্ধ থাকবে ৫ দিন

ন্যাশনাল ব্যাংকেও লেনদেন বন্ধ থাকবে ৫ দিন

কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার জন্য ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ন্যাশনাল ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। এর আগে ডাচ-বাংলার ব্যাংকের লেনদেনও পাঁচ দিন বন্ধ থাকার কথা জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানানো হয়, ওই পাঁচ দিন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

গত ৪ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল, আগামী বছরের শুরুতে পাঁচ দিন ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ সময়ে ব্যাংকের শাখা ও এটিএম বুথ থেকে কোনো সেবা পাবেন না ব্যাংকটির গ্রাহকরা। তবে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবা রকেটের লেনদেন চালু থাকবে।

ডাচ-বাংলার ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার জন্য ডাচ-বাংলা ব্যাংকের মূল ব্যাংকিং সেবা আগামী ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে ব্যাংকটির কোনো গ্রাহক শাখায় যেমন লেনদেন করতে পারবেন না, তেমনি ব্যাংকটির এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারবেন না। এ ছাড়া ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং সেবা ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মোট ৭ দিন বন্ধ থাকবে। তবে এই বন্ধের মধ্যে সাপ্তাহিক ছুটি ও বছরের প্রথম দিন হিসেবে ব্যাংক হলিডে রয়েছে। সেই হিসেবে মূলত ডাচ-বাংলা ব্যাংকের স্বাভাবিক লেনদেন বন্ধ থাকবে দুই দিন।

বর্ষপঞ্জিকা অনুযায়ী, ৩ ও ৪ জানুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন। ফলে মূলত ৩১ ডিসেম্বর ও ১-২ জানুয়ারি (বুধবার-বৃহস্পতিবার) ও ৫ জানুয়ারি শনিবার ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে।