ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে ছাড়

সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানির ঋণপত্রে (এলসি) নগদ মার্জিনের শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ ছাড়া ইলেকট্রিক ও হাইব্রিড ছাড়া অন্যান্য গাড়ি আমদানিতে নগদ মার্জিন অর্ধেক করা হয়েছে।

আগে গাড়ি আমদানির এলসি খোলার সময় ১০০ শতাংশ নগদ মার্জিন জমা দিতে হতো। এখন ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিন নির্ধারণ করতে পারবে।

হাইব্রিড ছাড়া অন্যান্য গাড়ির ক্ষেত্রে ৫০ শতাংশ জমা দিয়ে এলসি করতে পারবেন আমদানিকারকরা।

গত বৃহম্পতিবার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। সংশ্লিষ্ট সূত্র জানা যায়, এমন সময় ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানির শর্ত শিথিল করা হলো যখন উপদেষ্টা পরিষদে আকিজ গ্রুপের মালিক সেখ বশির উদ্দিন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন।

আকিজ গ্রুপই চায়না, ভিয়েতনাম থেকে ইলেকট্রিক গাড়ি আমদানি করে থাকে। আকিজ গ্রুপ বাংলাদেশ ভিত্তিক একটি বৃহৎ প্রতিষ্ঠান, যা বিভিন্ন শিল্প খাতে কাজ করছে। এর মধ্যে গাড়ি উৎপাদন ও পরিবহন সংক্রান্ত প্রযুক্তিতে তারা অনেকটা উদ্ভাবনশীল ভূমিকা পালন করে।

এই গ্রুপ অনেকসময় দেশের অটোমোবাইল খাতে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির উৎপাদন ও বিক্রয় নিয়ে কাজ করছে এবং পরিবেশবান্ধব প্রকল্পে ভূমিকা রাখতে চাইছে। এদের লক্ষ্য হচ্ছে প্রযুক্তির উন্নতি ও পরিবেশের উন্নতির পাশাপাশি শক্তি সাশ্রয়ী এবং আধুনিক গাড়ি সরবরাহ করা।

আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা সেখ আকিজ উদ্দিনের ৩ স্ত্রীর ১৫ সন্তানের মধ্যে একজন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সেখ আফিল উদ্দিন। আরেকজন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন।

এদিকে সার্কুলারে বলা হয়েছে, দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা অধিকতর সুসংহত রাখার জন্য মোটরকার আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের জন্য নির্দেশনা রয়েছে। তবে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিবেচনায় বর্তমানে বিশ্বব্যাপী সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ব্যবহারকে নীতিগতভাবে অগ্রাধিকার প্রদান করা হচ্ছে। ঘনবসতিপূর্ণ এ দেশে এ ধরনের পরিবহন মাধ্যম কার্বন নিঃসরণ হ্রাস ও বায়ুর গুণমান সূচক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে। এসব বিষয় বিবেচনায় সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড মোটরকারের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিন সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

তবে, সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড মোটরকার ব্যতীত অন্যান্য মোটরকারের (সেডানকার, এসইউভি, এমপিভি ইত্যাদি) আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ করতে হবে। এ নির্দেশনা আগামী ১ ফেব্রয়ারি, ২০২৫ থেকে কার্যকর হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।