কারিগরি ত্রুটি:
দেড়ঘণ্টা বিলম্বে শুরু ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন
সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর। শেয়ার কেনাবেচায় ব্যবহৃত সফটওয়্যারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় এই বিলম্ব।
রবিবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে গিয়ে জটিলতা ধরা পড়ে। ত্রুটি সারিয়ে লেনদেন শুরু করতে বেলা সাড়ে ১১টা বেজে যায়।
প্রথম ঘণ্টার লেনদেনে এ বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে যায়। ওই সময়ে ৮৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
গত সপ্তাহের লেনদেন শেষে বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইক্স ছিল ৫১৯৯ পয়েন্টের ঘরে। সেদিন সূচক কমে প্রায় ১৯ পয়েন্ট। হাতবদল হয় ৩১৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার।
লেনদেন শুরু হওয়ার ঢাকা শেয়ার বাজারের তিনটি সূচক ডিএসইএক্স, ডিএসইএস ও ডিএসে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।