অবশেষে পেঁয়াজের রপ্তানি মূল্য কমিয়ে দিল ভারত
পেঁয়াজের রপ্তানি বাড়াতে ন্যূনতম রপ্তানি মূল্য কমিয়েছে ভারত। আগে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৪০৫ মার্কিন ডলার নির্ধারণ থাকলেও বর্তমানে তা কমিয়ে ৩০৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে দেশটি।
নতুন এই রপ্তানি মূল্য সোমবার (৬ জানুয়ারি) থেকেই দেশে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভারতের হিলির সিঅ্যান্ডএফ এজেন্ট অনিল সরকার মিডিয়াকে জানান, ‘পেঁয়াজের রপ্তানি মূল্য ১০০ ডলার কমলেও রপ্তানি শুল্ক আগের মতোই আছে।’
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা জানান, দেশের বাজারে পেঁয়াজের সরববাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছে আমদানিকারকরা।
সম্প্রতি দেশীয় নতুন পেঁয়াজ ওঠার ফলে পণ্যটির সরবরাহ বাড়ায় দাম যেমন কমেছে, তেমনি দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা অনেকটাই কমে এসেছে। এর ফলে বাড়তি দামে পেঁয়াজ আমদানি করে কম দামে বিক্রি হওয়ায় লোকসান গুনতে হচ্ছিল আমদানিকারকদের।
এমন অবস্থায় লোকসান থেকে বাঁচতে বন্দর দিয়ে পেঁয়াজের লোডিং কমিয়ে দেওয়ায় পেঁয়াজের আমদানি অনেকটাই কমে এসেছে।