আয়কর দেন না এমন ব্যবসায়ীদের খুঁজতে নির্দেশ
আয়করের যোগ্য তবে কর দেন না এমন ব্যবসায়ীদের খুঁজে বের করতে এনবিআরকে জরিপ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। করের আওতা বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ভ্যাটের পর আয়করের আওতা নাকি বাড়ানো হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে রেওয়াতি সুবিধাও তুলে নেওয়া হচ্ছে- এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘আয় করটা আমরা রেশনালাইজ করব। যার সামর্থ্য আছে তাকে একই হারে কর দিতে হবে। একজনের সামর্থ্য আছে, কিন্তু অন্যভাবে ম্যানেজ করবে, সেটা যাতে না করা হয়।’
তিনি বলেন, ‘আমাদের করের সংগ্রহটা বাড়াতে হবে। আয়করের আওতা বাড়াব সাথে। তবে খুব বেশি বাড়াতে পারবো না।’
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বহু ব্যবসায়ী আছেন, যাদের ভ্যাট রেজিস্ট্রেশন নেই, আয়কর দেন না। আমি এনবিআরকে বলেছি, তোমরা কুইক একটা সার্ভে (জরিপ) করে দেখ। থানা হেডকোয়ার্টারে (উপজেলা শহরে) একটা মুদি দোকান, দেখেন না বহু টাকা আয় করে।’
তিনি আরও বলেন, ‘যারা এতদিন ব্যবসায়ে সুযোগ পায়নি, কারণ লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না, আমরা তাদের উৎসাহিত করবো।’
এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা যদি পদক্ষেপ না নিতাম তবে রিজার্ভ ২২ বিলিয়ন ডলার হতো না, ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার বকেয়া ছিল, সেটাও পরিশোধ হতো না।’
মূল্যস্ফীতি নিয়ে সন্তুষ্ট কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মূল্যস্ফীতি এক শতাংশ কমেছে। ট্রেন্ডটা যদি আরেকটু বেটার হয়, আমরা আশা করি আরও কমে যাবে।’