উত্থান দিয়ে লেনদেন শুরু, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির
সূচকের উত্থান দিয়ে প্রথম ঘণ্টার লেনদেন শুরু হয়েছে ঢাকার পুঁজিবাজারে। লেনদেনের শুরুতে পয়েন্ট বেড়েছে তিনটি সূচকেই। দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।
বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫ পয়েন্ট। অন্য দুই সূচক ব্লুচিপ কোম্পানির ডিএস-৩০ ১ পয়েন্ট এবং শরীয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ৪ পয়েন্ট।
লেনদেনের শুরুতেই বেশিরভাগ কোম্পানির দাম বেড়েছে। প্রথম ঘণ্টায় দাম বেড়েছে ২৩৫টি কোম্পানির, কমেছে ৪৮ এবং অপরিবর্তিত আছে ৫৫টি কোম্পানির শেয়ারের দাম।
দিনের প্রথম ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ১০০ কোটি টাকা। ৩ লাখ ৯১ হাজার ৯৪টি শেয়ার মোট ৬ কোটি ১২ লাখ বার বেচাকেনা হয়ে মোট লেনদেন দাঁড়িয়েছে ১১৭ কোটি টাকা।
এদিকে লেনদেনের শুরুতেই তিন কোম্পানিকে এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই। সোনালী লাইফ ইন্স্যুরেন্স, ইউনিয়ন ব্যাংক এবং সি-পার্ল বিচ রিসোর্ট ক্যাটাগরি হারিয়ে অবস্থান করছে জেডে।
ডিএসই এসব কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে বিনিয়োগকারীদের ঋণ সুবিধা না দেওয়ার নির্দেশ দিয়েছে ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট কোম্পানিগুলোকে।
দিনের প্রথম ঘণ্টায় সূচকের উত্থানের ধারা বজায় রেখেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়েছে। প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ৪৪ কোটি টাকা।