আগামী বাজেটে মূল করের বিষয়গুলো সমন্বয় করা হবে
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী বাজেটে মূল করের বিষয়গুলো আরও ভালোভাবে সমন্বয় করা হবে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন পণ্যের ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির কারণ শিগগিরই পরিষ্কার হবে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ওএমএস বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, "ওএমএস দিয়ে দ্রব্যমূল্য পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এতে প্রচুর ভর্তুকি লাগে, যা অনেক সময় অপ্রয়োজনীয় লোকেরাও গ্রহণ করে।"
বিশেষ ওএমএস কার্যক্রম প্রসঙ্গে উপদেষ্টা জানান- ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে প্রায় ৮ লাখ মানুষ এ সুবিধা পেয়েছে। বাজার স্থিতিশীল থাকায় এটি আপাতত স্থগিত করা হয়েছে। তবে জরুরি পরিস্থিতিতে এটি পুনরায় চালু হতে পারে।
তিনি আরও বলেন, চালের দাম কিছুটা কমলেও সাপ্লাই চেন এখনো ব্রোকারদের নিয়ন্ত্রণে। পাইকারি ও খুচরা বিক্রেতারা দাম নিয়ন্ত্রণ করছে।
বৈঠকে ইউরিয়া সার আমদানি ও পল্লি বিদ্যুৎ সংশ্লিষ্ট কিছু বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে।