রাশিয়া থেকে এমওপি, মরক্কো থেকে আসবে রক ফসফেট, ব্যয় ১৯০ কোটি টাকা
রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন এমওপি এবং মরক্কো থেকে ৩০ হাজার টন রক ফসফেট কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই এমওপি এবং রক ফসফেট কিনতে মোট খরচ হবে ১৯০ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা।
রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি ফরিং ইকোমিক কর্পোরেশন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে হওয়া চুক্তির আওতায় এমওপি এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মরক্কোর ওসিপি এস.এ থেকে রক ফসফেট আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ’’র সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, সভায় কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাশিয়ার জেএসসি ফরিং ইকোমিক কর্পোরেশন থেকে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার ১০৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকা দিয়ে আমদানির প্রস্তাব উপস্থাপন করা হয়।
উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে আমদানির অনুমোদন দিয়েছে। রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় এই এমওপি সার আমদানি করতে প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ২৯৪.৫০ মার্কিন ডলার। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এই সার আমদানি করবে।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩০ হাজার রক ফসফেট ৮২ কোটি ২৬ লাখ টাকায় আমদানির প্রস্তাব উপস্থাপন করা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি এই প্রস্তাবটিও পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।
মরক্কো’র ওসিপি এস.এ এর প্রস্ততকরা এই রক ফসফেট সরবরাহ করবে মেসার্স জেনট্রেড এফজেডই। প্রতি মেট্রিক টন রক ফসফেটের মূল্য ধরা হয়েছে ২২৮.৫০ মার্কিন ডলার।