চলতি মাসেই বাজারে আসছে ৩ হাজার কোটির সুকুক বন্ড

চলতি মাসেই বাজারে আসছে ৩ হাজার কোটির সুকুক বন্ড

পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতুনির্মাণ প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের বিপরীতে সুকুক বন্ড (সুদযুক্ত বন্ডের ইসলামি বিকল্প) ইস্যুর মাধ্যমে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আগামী ১২ মার্চ হবে এ বন্ডের নিলাম। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সাত বছর মেয়াদি ইসলামি ধারার এই সুকুক সম্পদ ব্যবহারের বিপরীতে সরকার বা অরিজিনেটর বিনিয়োগকারীদের বার্ষিক ৯ দশমিক ২৫ শতাংশ হারে ষাণ্মাসিক ভিত্তিতে ভাড়া প্রদান করবে।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির সভায় সুকুক প্রসপেক্টাস ও অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি চূড়ান্ত করা হয়। এরপর কমিটির সদস্যরা শরিয়াহ ঘোষণাপত্রে সই করেন।

ইসলামী সুকুক হলো, ওই সব আর্থিক দলিল যা ইসলামী শরিয়াহর নীতি মেনে পরিচালিত হয় এবং সুদমুক্ত ব্যবস্থার ভিত্তিতে আয় প্রদান করে।

সুকুকে, বিনিয়োগকারীরা মূলত প্রকল্প বা সম্পদে মালিকানা লাভ করেন এবং সেই প্রকল্প বা সম্পদ থেকে আয় লাভ করেন। এটি সাধারণত বিভিন্ন ধরনের প্রকল্প যেমন অবকাঠামো উন্নয়ন, শিল্প প্রতিষ্ঠান বা আবাসন প্রকল্পে ব্যবহৃত হয়। সুকুকের বৈশিষ্ট্য হলো এটি সম্পদের প্রকৃত মালিকানা এবং আয় নিশ্চিত করে, যেখানে সুদের কোনো সংশ্লেষ থাকে না।

জানা গেছে, বাজারে নতুন আসতে যাওয়া সুকুক বন্ড সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীতে জারি করা হবে। এর মাধ্যমে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ও প্রকল্প এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন ও অকৃষি পণ্য পরিবহন ব্যবস্থা সহজ এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা হবে।

দেশে ও বিদেশে থাকা বাংলাদেশিদের পাশাপাশি প্রচলিত ধারার সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানি শর্ত সাপেক্ষে নিলামে অংশগ্রহণ করতে পারবে। তিনটি শ্রেণিতে প্রয়োজনীয় চাহিদা না পাওয়া গেলে তাদের মধ্যে অবশিষ্ট সুকুক আনুপাতিক হারে বরাদ্দ দেওয়া হবে। ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীরা নিজ ব্যাংক হিসাবের মাধ্যমে সুকুকে বিনিয়োগ করতে পারবেন।