ফার্স্ট লিড সিকিউরিটিজের ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বেসরকারি প্রতিষ্ঠান ফার্স্ট লিড সিকিউরিটিজ লিমিটেডের মালিকপক্ষের তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
তারা হলেন- আবু তাহের মোহাম্মাদ শোয়েব, মোহাম্মদ কুনু চৌধুরী ও মুহিতুল বারী।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের আবেদন সূত্রে জানা যায়, জালিয়াতির মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিকপক্ষের এই তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে। এজন্য তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া একান্ত প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।