তাজা ফল আমদানিতে উৎসে কর ৫ শতাংশ কমাল এনবিআর

তাজা ফল আমদানিতে উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এই ফলগুলো হলো তাজা বা শুকনো কমলা, তাজা বা শুকনো সাইট্রাস ফল, তাজা বা শুকনো আঙ্গুর, তাজা বা শুকনো লেবু, তাজা বা শুকনো অন্যান্য সাইট্রাস ফল, তাজা বা শুকনো আঙ্গুর, তাজা আপেল এবং নাশপাতি।

এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।