ফের বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৩৫৭০ টাকা কমিয়ে গত রবিবার থেকে নতুন দামে বিক্রি হচ্ছিল। তবে দুই দিনের ব্যবধানে তা আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৩১০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

মঙ্গলবার (৬ মে) থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪০ হাজার ১৪৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৫ হাজার ৯০৫ টাকায় বিক্রি হবে।

এর আগে, দুই দফা বাড়ানোর পর নববর্ষে দেশের বাজারে স্বর্ণের দাম কমেছিল। পরে চার দফা বাড়ানোর পর দুই দফায় দাম কমানো হয়।

সবশেষ রবিবার (৪ মে) থেকে গতকাল (সোমবার) পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬১ হাজার ৩০১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৮ হাজার ২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ২৯৬ টাকায় বিক্রি হয়েছে। তবে দুদিন না যেতেই ফের আরও এক দফায় দাম বাড়ল।

এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ৮৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রূপার ২ হাজার ৭১৮ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ৩৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার ১ হাজার ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।