ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডির তলব
রেশন দুর্নীতির মামলায় নাম জড়াল টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর। তাকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
বৃহস্পতিবার (৩০ মে) একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ৫ জুন ঋতুপর্ণাকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে।
এবারই প্রথম নয়। এর আগেও অভিনেত্রীর ডাক পড়েছিল ইডি-তে। তবে তা ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য।
কলকাতার আনন্দবাজার পত্রিকা লিখেছে, ইডির একটি সূত্র জানাচ্ছে, ঋতুপর্ণা বর্তমানে আমেরিকায় রয়েছেন। বুধবার ই-মেলে তাকে তলব করা হয়েছে।
ওই সূত্রের দাবি, রেশন দুর্নীতিতে গ্রেফতার এক অভিযুক্তের সঙ্গে টালিউড অভিনেত্রীর প্রায় এক কোটি টাকা নগদ লেনদেনের হদিস মিলেছে তদন্তে। তার কারণ এবং সেই অর্থের ‘গন্তব্য’ জানতেই তাকে ডেকে পাঠানো হয়েছে।
তবে ইডির নোটিসের বিষয়ে এখনও পর্যন্ত ঋতুপর্ণার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে রাজ্যের সাবেক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান-সহ শাসকদলের কয়েক জন নেতা ও তাদের ঘনিষ্ঠকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ইডি। রেশন দুর্নীতির তদন্তেই সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে গিয়ে গত ৫ জানুয়ারি আক্রান্ত হয়েছিলেন ইডির আধিকারিকেরা।