শিগগিরই গানবাজনা ছেড়ে দেব: আলি হাসান
‘ব্যবসার পরিস্থিতি’ শিরোনামে একটি গান দিয়ে রাতারাতি আলোচনায় আসেন নারায়ণগঞ্জের তরুণ আলি হাসান। এরপর বেশ কিছু গানে কণ্ঠ দিতে দেখা যায় তাকে।
সম্প্রতি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের দ্বিতীয় গান ‘মা লো মা’তে অংশ নিয়েছেন আলি। যেখানেও নিজের র্যাপের তালে দর্শকদের মাতিয়েছেন এই গায়ক। আলি জানান, মাত্র ৭ দিনের প্রস্তুতিতে এই গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
সবকিছুই ঠিকঠাক ছিল, তবে সম্প্রতি এক মন্তব্যের জন্য নতুন করে বিতর্কের মুখে পড়েছেন এই র্যাপার। একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে ‘গানবাজনার টাকা হারাম’ বলে মন্তব্য করেছেন তিনি।
ওই সাক্ষাৎকারে আলি হাসান বলেছেন, গান বাজনার টাকা হারাম। এতে কোনো হাদিস চলব না, যেটা হারাম সেটা হারামই। আমার অটো বিজনেসের টাকা হালাল। সংগীত থেকে আয় হারাম। তাই বিজনেসের টাকায় (হালাল আয়ে) বাজার সদাই করি, আর মিডিয়ার টাকায় (হারাম আয়ে) বাড়ি তৈরি করি। এভাবেই চলতেছি!
গান নিয়ে এমন মন্তব্যের পরই কটাক্ষের মুখে পড়েছেন এই গায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্যের কঠোর সমালোচনায় মেতেছেন নেটিজেনরা।
বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘আমি শুনেছি, আমার বক্তব্যে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আসলে গান কখনোই আমার ক্যারিয়ারের প্রধান লক্ষ্য ছিল না। আমি অটোর ব্যবসা করি, সারাদিন নিজের ব্যবসা, গ্যারেজ এগুলো নিয়েই ব্যস্ত থাকি। আগামীতে ব্যবসাতেই পুরোপুরো সময় দেব।’
আলির ব্যস্ততার প্রমাণও মিলল। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নিজের গ্যারেজের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। এই র্যাপার বলেন, দেখতেই পাচ্ছেন, নতুন একটা গ্যারেজ নিয়েছি। এই গ্যারেজের মিস্ত্রি শুরু করে, দেখভালের দায়িত্বে, সবকিছুই আমি। সম্প্রতি ‘মা লো মা’ গানটি মুক্তি পেয়েছে। এই গানেও ব্যাপক প্রশংসা পাচ্ছি। আরো দুই-তিনটা গান প্রকাশের অপেক্ষায় আছে। তবে আগামীতে কাজের পরিমাণ আরো কমিয়ে দেব। শিগগিরই গানবাজনা ছেড়ে দিব।
কেন গান ছাড়বেন জানতে চাইলে আলি বলেন, আমার পরিবারের সবাই ধার্মিক। স্ত্রী মাদরাসায় পড়ালেখা করেছেন, ছেলেকে মাদরাসায় ভর্তি করেছি। তাই সিদ্ধান্ত নিয়েছি, গানবাজনা ছেড়ে দেব।
সমালোচকদের সমালোচনার জবাবে এই গায়ক বলেন, হারাম-হালালের বিষয়টি হয়তো আমি সেভাবে গুছিয়ে বলতে পারিনি। তবে যারা আমাকে পছন্দ করেন, তারা হয়তো আমার জায়গা থেকে বিষয়টা বুঝতে পারবেন। আর আমি বিশ্বাস করি, খ্যাতি অর্জন বা হারানো সবকিছুই সৃষ্টিকর্তার হাতে। তাই কেউ আমাকে ভুল বুঝলেও করার কিছু নেই।
প্রসঙ্গত, বাবার অসুস্থতার কারণে নারায়ণগঞ্জের পারিবারিক হার্ডওয়্যারের দোকানের হাল ধরেছিলেন র্যাপার আলি হাসান। লোকসানের মুখে বহু বছরের স্মৃতিবিজড়িত সেই ব্যবসা আট মাস আগে গুটিয়ে নিতে হয়েছিল তাকে।
ব্যবসা করতে গিয়ে নিজের জীবনের বাস্তবতা গানে গানে তুলে এনেছেন তিনি। ‘ব্যবসার পরিস্থিতি’ শিরোনামে সেই গানে দর্শকমহলে ব্যাপক পরিচিত লাভ করেন তিনি।