জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে ১৩ সদস্যের জুরি বোর্ড
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের জন্য গেল বছরে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মূল্যায়ন করতে ১৩ সদস্যের জুরি বোর্ড গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (চলচ্চিত্র) সভাপতি এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করা হয়েছে। জুরি বোর্ড চলচ্চিত্র মূল্যায়নের পর পুরস্কারপ্রাপ্তদের নাম সুপারিশ করবে।
সোমবার (৩ জুন) এক সরকারি তথ্যবিবরণীতে একথা বলা হয়।
জুরি বোর্ডের অন্য সদস্যরা হলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখার প্রধান, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও মিডিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মতিন রহমান, চলচ্চিত্র পরিচালক বদরুল আনাম সৌদ, সংগীত পরিচালক মিল্টন খন্দকার, চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু, অভিনেতা খায়রুল আলম সবুজ, অভিনেত্রী অঞ্জনা সুলতানা, গায়ক শুভ্র দেব, এবং
সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল।