ফেরানো গেল না সীমানাকে

রিশতা লাবনী সীমানা

জীবনের সীমানা পেরিয়ে গেলেন অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। মাত্র ৩৯ বছরে না ফেরার দেশে পাড়ি দিলেন টিভি পর্দার এই পরিচিত মুখ।

হাসপাতালে ১৪ দিনের দীর্ঘ লড়াই শেষে মঙ্গলবার সকাল ৬টায় শেষনিশ্বাস ত্যাগ করেন সীমানা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে স্বামী ও দুই ছেলেসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন সীমানা।

গত ২১ মে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়েছিল সীমানাকে। তার লিভারেও কিছু সমস্যা ছিল। সেখানে অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়েছিল সীমানাকে।

কিন্তু জ্ঞান না ফেরায় গত ২৯ মে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয় সীমানাকে। নেওয়া হয় লাইফ সাপোর্টে। এক সপ্তাহের মাথায় চিকিৎসকদের সব চেষ্টার অবসান হল।

২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে সীমানার পথচলা শুরু। এরপর থেকে তিনি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছিলেন। দেখা গেছে সিনেমায়ও। তবে মাঝে ২০১৬ সাল থেকে বছর ছয়েক পারিবারিক কারণে কাজ থেকে বিরতিতে ছিলেন। বিরতি কাটিয়ে গত বছর কাজে ফিরেছিলেন তিনি।