অবিবাহিতদের নিয়ে মেহজাবীনের পোস্ট ভাইরাল
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি সমাজের একটি কঠিন সত্য নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। শুক্রবার সকালে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ৩০ বছর বয়সী অবিবাহিত নারী-পুরুষ এবং মন ভাঙার অনুভূতি নিয়ে একটি পোস্ট করেন।
কীভাবে বিষণ্ণতা মানুষকে আত্মবিশ্বাসহীন করে তোলে এবং ঈদের বিশেষ নাটক ‘তিথিডোর’-এ অভিনয় করার সময় তার নিজের ব্যক্তিগত অনুভূতি কীভাবে এই উপলব্ধি তৈরিতে ভূমিকা রেখেছে, সেটাই পোস্টটিতে বোঝানোর চেষ্ট করেছেন তিনি।
‘তিথিডোর’ নাটকটির কথা পোস্টে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আপনার বয়স ৩০ মানেই আপনার অন্তত একটি মন ভাঙার গল্প আছে। এমনও হতে পারে যে মানুষটা একসময় আপনাকে কষ্ট দিয়েছে, সে এখন ভালো আছে। আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন আমরা ভাবি, বেঁচে থেকে লাভ কী? আপনি যদি ৩০ বছরের অবিবাহিত নারী হন, তাহলে এ ধরনের অঘোষিত নিয়ম আপনার আত্মবিশ্বাস কেড়ে নিতে পারে।’
তিনি আরো বলেন, ‘ডিপ্রেশন বাস্তব এবং আমাদের আশেপাশে অনেকেই এই সমস্যায় ভুগছেন, যদিও তারা হয়তো নিজেরাও জানেন না। প্রিয়জনদের আচরণে পরিবর্তন লক্ষ্য করলে তাদের সঙ্গে মন খুলে কথা বলুন এবং প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিতে সহযোগিতা করুন।’