ভারতে ‘তুফান’ মুক্তির তারিখ জানালেন নির্মাতা

ভারতে ‘তুফান’ মুক্তির তারিখ জানালেন নির্মাতা

ঢালিউডের কিং শাকিব খান। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তার সিনেমা ‘তুফান’। একসঙ্গে দেশের ১২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ দর্শকের প্রশংসা পাচ্ছে। সিনেমাটির অন্যতম প্রযোজক ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ভারতেও সিনেমাটি মুক্তির কথা জানিয়েছিলেন নির্মাতা। এবার জানালেন তারিখ। 

একটি গণমাধ্যমকে রায়হান রাফী জানিয়েছেন, ভারতের দর্শকের তুফান নিয়ে আগ্রহ বাড়ছে। তাই তাদের জনু আগামী ২৮ জুন সিনেমাটি মুক্তি পাবে কলকাতায়।কারণ সেখান থেকে ছবিটি দেখার জন্য দর্শকের প্রচণ্ড চাপ রয়েছে ঢাকার ওপর। 
 
সিনেমাটির শেষে নির্মাতা রেখেছেন চমক। নির্মাতা রায়হান রাফী জানিয়েছিলেন, ‘তুফান’ সিনেমা শেষে থাকবে বড় টুইস্ট। আর সেটা বোধহয় দর্শকরা পেয়ে গেছেন। আসছে তুফানের দ্বিতীয় কিস্তি। কারণ, সিনেমা শেষে লিখে দেয়া হয়েছে, ‘তুফান সবে তো শুরু’। তৈরি হবে শাকিব খান অভিনীত চলচ্চিত্রটির পরবর্তী কিস্তি। 

নির্মাতা রায়হান রাফী সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুফান’ সিনেমা সংক্রান্ত সব বার্তা ভাগ করছেন দর্শকের সঙ্গে। সিনেমাটি নিয়ে রায়হান রাফী বলেন, মানুষের এই ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা ,তুফান ঝড় চলছে চলবে। দর্শকের চাপে ভোর পর্যন্ত শো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন কিছু হল মালিকরা। বাংলা সিনেমার একটা রেকর্ড হতে যাচ্ছে যা এতো দিন আমরা বাইরের দেশগুলোতে দেখে এসেছি। ধন্যবাদ দর্শক আপনাদের।

‘তুফান’ অ্যাকশন ধাঁচের সিনেমা। তুফানে যেখানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি অভিনয় করেছেন শাকিব খান। এ সিনেমায় আরও আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। যৌথ প্রযোজনায় নির্মিত ‘তুফান’-এ শাকিব খান ও চঞ্চল ছাড়াও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।