প্রচারে না যাওয়ায় সিনেমা থেকে বাদ বুবলী!
এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমার মধ্যে রয়েছে চিত্রনায়িকা বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’। মোহাম্মদ ইকবাল পরিচালিত এই সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান। কিন্তু সিনেমাটি এখন পর্যন্ত সুবিধা করতে পারেনি। পাঁচ দিনের মাথায় স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয় ‘রিভেঞ্জ’।
এদিকে নায়ক-নায়িকাকে সেভাবে সিনেমার প্রচারে অংশ নিতে দেখা যায়নি। তাই ক্ষুব্ধ হয়ে পরিচালক মোহাম্মদ ইকবাল নিয়েছেন কঠিন সিদ্ধান্ত। তার নির্মাণাধীন ‘বিট্রে’ সিনেমা থেকে বুবলীকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চিত্রনায়ক রোশানকেও তিনি রাখছেন না।
সংবাদমাধ্যমকে ইকবাল বলেন, ‘বিট্রে থেকে রোশান ও বুবলী দুজনকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি নতুন নায়ক-নায়িকা নিয়ে কাজ করতে চাই। এদেরকে নিয়ে আর কাজ করতে চাইছি না। এরা এখন মার্কেটে চলে না।’
‘রিভেঞ্জ’ সিনেমার শুটিং শেষ করেই ২০২২ সালের ফেব্রুয়ারিতে গান দিয়ে শুরু হয়েছিল ‘বিট্রে’র শুটিং। ৪০ ভাগ দৃশ্যধারণের কাজও শেষ হয়েছিল। এর মধ্যে রোশান ও বুবলী শুটিং করেছেন পাঁচ দিন। এরপরও এই দুজনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে সংবাদমাধ্যমকে ইকবাল বলেছেন, ‘তাদের ফুটেজ ফেলে দিলে হয়তো চার থেকে পাঁচ লাখ টাকা ক্ষতি হবে। সেটা অন্যভাবে আমি পুষিয়ে নেব। কিন্তু তাদের নিয়ে সিনেমা বানিয়ে পুরোটা লস করতে চাই না।’
বুবলি-রোশান ‘রিভেঞ্জ’- এর প্রচারণায় না আসায় ক্ষোভ প্রকাশ করে ইকবাল আরও বলেন, ‘তাদের নিজেদের কি কোনো দায়িত্ব নেই? বাংলাদেশের মানুষ তো নায়ক-নায়িকাদের চেনে। পরিচালক ও প্রযোজকদের কয়জন চেনে? তাদের (নায়ক-নায়িকা) সিনেমা তো তাদেরই প্রোমোট করতে হবে। আমার দায়িত্ব একটি পরিপূর্ণ সিনেমা নির্মাণ করে মুক্তি দেওয়া। সেটা আমি করেছি। প্রচারের দায়িত্ব তো তাদেরও। নাকি এটাও শুধু আমার একার দায়িত্ব? স্বামীর সিনেমা মুক্তি পেয়েছে বলে বুবলী কি নিজের সিনেমার প্রচার করবে না? আর রোশান তো কোনো সিনেমাই ঠিকভাবে প্রচার করে না।’