ছাত্র-ছাত্রীদের ওপর হামলার প্রতিবাদ রায়হান রাফী-তমা মির্জার

ছাত্র-ছাত্রীদের ওপর হামলার প্রতিবাদ রায়হান রাফী-তমা মির্জার

সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলার প্রতিবাদের সরব হয়েছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন তারা। তালিকায় নাম উঠল জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী এবং অভিনেত্রী তমা মির্জার। সামাজিক মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তারা।
তবে অন্য তারকারা দু-কলম লিখে সাধারণ ছাত্র-ছাত্রীদের সমর্থন করলেও সে পথে হাঁটেননি রাফী। বরং তিনি প্রোফাইল পিকচার থেকে নিজের ছবি সরিয়ে ঝুলিয়ে দিয়েছেন নির্যাতিত ছাত্র-ছাত্রীদের রক্তাক্ত ছবি। 

তমা মির্জাও একই ছবি সেঁটে দিয়েছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। সেইসঙ্গে লিখেছেন, কাদের আঘাত করছো? জাতির মেরুদন্ড ভেঙে ফেলে আমরা আগের মতো দাঁড়াতে পারব তো?

একই ইস্যুতে সরব হয়েছেন বিনোদন অঙ্গনের আরও অনেকে। অভিনেতা সিয়াম আহমেদ লিখেছেন, আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন? শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন? শবনম বুবলী লিখেছেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন?

চলমান এ ইস্যু নিয়ে কথা বলেছেন তারকাদের অনেকে। সালমান মুক্তাদির, তাসরিফ খান, শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমানসহ অনেকে।