রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্বে নাট্য নির্মাতা
বাংলাদেশ পুলিশ কর্মবিরতিতে যাওয়ায় ট্রাফিক পুলিশ শুন্য হয়ে পড়েছে দেশের বিভিন্ন শহরের রাস্তা। দায়িত্ব তুলে নিয়েছে শিক্ষার্থীরা। ট্রাফিক পুলিশের ভূমিকায় যানবাহন নিয়ন্ত্রণ করছে তারা। পড়ুয়াদের পাশাপাশি এই কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন নাট্য নির্মাতা মোহন আহমেদ। বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন আরেক নির্মাতা তানিম রহমান অংশু।
বৃহস্পতিবার নিজের ফেসবুকে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালনরত মোহনের ছবি প্রকাশ করেছেন অংশু। সেইসঙ্গে লিখেছেন, ‘মোহন আহমেদ একজন নাট্যপরিচালক। গতকাল (বুধবার) বিকালে নিকেতন ঢোকার আগে একটা হাস্যজ্জল চেহারাকে দেখি ট্রাফিক নিয়ন্ত্রণ করতে। গাড়ির ড্রাইভিং সিট থেকে তখনই ছবিটা তুলে ফেলি।’
এরপর লিখেছেন, ‘পরে আমার পোস্টটি ফেসবুকে কয়েকজন শেয়ার দেওয়ায় এবং সে নিজে আমাকে কমেন্টে ধন্যবাদ জানালে আমি তার আসল পরিচয় জানতে পারি। ফেসবুকে আমি পরে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি নিজেই।’
অংশু আরও লেখেন, ‘মোহনকে আমি চিনতাম না এটা আমার অপারগতা। কিন্তু যেভাবে চিনতে পেরেছি সেটাও কম গর্বের নয়। সবকিছু স্বাভাবিক হবে আর মোহন খুব তাড়াতাড়ি তার ডিরেক্টর সিটে ফেরত যাবে সেই প্রত্যাশা রইল।’
এদিকে মোহনের ফেসবুকে চোখ রেখে বোঝা গেছে বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে নেমেছিলেন তিনি। শহীদ মিনারের গণজমায়েতেরও একজন ছিলেন এই নির্মাতা। একজন আন্দোলনকারী হিসেবেও দেখা গেছে তাকে। সরকার পতনের দিনে ছিলেন রাস্তায়। তবে মোহনের সঙ্গে যোগাযোগ করতে গেলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ছোটপর্দার জনপ্রিয় সব তারকা ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন মোহনের নির্দেশনায়। ইরফান সাজ্জাদ, আহমেদ জোভান, মিশু সাব্বির, শামীম হাসান সরকার, নিলয় আলমগীর, আরশ খান রয়েছেন এ তালিকায়। তার নির্মিত নাটক, টেলিফিল্মের মধ্যে ‘প্রেমিকা’, ‘বড্ড মায়া লাগে’, ‘পেইনফুল জিএফ’, ‘হাওলাদ মনির’ ও ‘ভন্ড’ উল্লেখযোগ্য।