অর্থ আত্মসাতের অভিযোগ আনলেন ইভা আরমান

অর্থ আত্মসাতের অভিযোগ আনলেন ইভা আরমান

শেখ হাসিনা সরকার টানা ১৫ বছর ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ রাজনৈতিক দলের নেতা ও দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসান দ্বারা নির্যাতন ও তার কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন সংগীতশিল্পী ইভা আরমান।

এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, ২০২২ সালে তার বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি গ্রুপ। এই মামলা পরিচালনার কথা বলে ও ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে এই ড. কাজী এরতেজা হাসান।

ইভা আরমান বলেন, মামলার ভয় দেখিয়ে জোরপূর্বক তার ফ্ল্যাট দখল করে নেয় এবং তিনি আওয়ামী লীগ নেতাদের ভয় দেখিয়ে স্বর্ণালংকার, নগত অর্থ হাতিয়ে নিয়েছে। 

ভিডিও বার্তায় ইভা আরো বলেন, কাজী এরতেজা হাসান বিগত শেখ হাসিনা সরকারের ক্ষমতাসীন দলের নেতা ও বিভিন্ন মন্ত্রীদের নাম ভাঙিয়ে সব সময় ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে সঞ্চয়পত্র, ব্যাংকের এফবিয়ার হাতিয়ে নেন এবং তার স্বামী ও সন্তান কেউ হত্যার হুমকি দেয়। তার ভয়ে আমার সন্তানকে ৩ মাস স্কুলে পাঠাতে পারিনি।