শাম্মীকে ডিবি থেকে হুমকি দেওয়া হয়েছিল
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিনোদন অঙ্গনের অনেকে ছাত্রদের সমর্থন করেন। প্রতিবাদ জানিয়ে নামেন রাস্তায়। অনেকে সক্রিয় ছিলেন সোশ্যাল মিডিয়ায়। এজন্য শেখ হাসিনা সরকারের চক্ষুশূল হতে হয়েছে তাদের। হজম করতে হয়েছে হুমকি-ধামকি ও নির্যাতন। অভিনেত্রী এলিনা শাম্মীও এরকম অভিজ্ঞত্রার সম্মুখীন হয়েছেন।
সোমবার সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়েছেন শাম্মী। নিজের ফেসবুকে গত জুলাইয়ে দেওয়া তার একটি পোস্টের স্ক্রিনশট প্রকাশ করেছেন। সেখানে লেখা, ‘অর্থের বিনিময়ে বাবা-মাকে সন্তান হারানোর শোক ভোলানো যায়? তবে এতকিছু পেয়েও আজ আপনি কাঁদেন কেন!’ এটা স্পষ্ট যে শাম্মী পোস্টটি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে দিয়েছিলেন।
এই পোস্টের জন্য ডিবি দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল উল্লেখ করে শাম্মী লিখেছেন, এই ষ্ট্যাটাসটা যখন লেখি তখন জুলাই মাস। স্বৈরাচার খুনির সরকার তখন মানুষ খুন করছে পাখির মতো। এই পোস্ট করার পর ম্যাসেঞ্জারে শত শত সতর্ক বার্তা দিতে থাকে বিভিন্ন জন। কেউ হুমকি,কেউ অনুরোধ কেউ আবার ডিবি ধরে নিয়ে পানিশমেন্ট দেবে সেই ভয়াবহ ভয়ের পূর্বাভাস।’
এরপর লেখেন, ‘তখনই ভয় পাইনি, বরং আরও বেশি করে ছাত্রদের পাশে থেকেছি। সত্যের পাশে থেকেছি। আর এখন আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, স্বাধীন ভাবে মত প্রকাশ করতে পারছি এখন তো কোনো মিথ্যাবাদী, চাটুকার, ঠগবাজদের তোয়াক্কা করার সুযোগই নাই।’
সবশেষে এলিনা শাম্মী লিখেছেন, ‘সংস্কার করতে হবে, যার যার কর্মস্থলে সে সে সংস্কারের জন্য কাজ করুন, প্রতিবাদ করুন, সব অপশক্তি বিলুপ্ত হোক।’
শাকিব খানের মুক্তি প্রতীক্ষিত ‘দরদ সিনেমায় দেখা যাবে শাম্মীকে। তবে এরইমধ্যে এ ছবির নির্মাতা অনন্য মামুনের বিরুদ্ধে পারিশ্রমিক শোধ না করার অভিযোগ এনেছেন তিনি। এ নিয়েও সরগরম ছিল সামাজিক মাধ্যম।