বন্যায় অসহায় বাচ্চাদের মাঝে আমার ছেলেকে খুঁজে পাই: অপু

বন্যায় অসহায় বাচ্চাদের মাঝে আমার ছেলেকে খুঁজে পাই: অপু

দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যাতে পানির নিচে আটকে আছেন কয়েক লাখ মানুষ। এমন অবস্থায় বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সংগঠন। বন্যার্তদের জন্য প্রয়োজনীয় ত্রাণ নিয়ে আক্রান্ত এলাকায় হাজির হচ্ছেন তারা। কেউ সশরীরে বন্য কবলিত স্থানে যেতে না পারলেও বিভিন্ন সংগঠনের মাধ্যমে ত্রাণ তহবিলে সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করছেন।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিয়ে অনুদান দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানকার একটি ভিডিও শেয়ার করেছেন অপু। যদিও ভিডিওতে দেখা দেননি এই নায়িকা। তবে ভিডিওর এক ঝলকে খাতায় লেখা নামের তালিকায় দেখা গেছে তার নাম। সেখানে লেখা অপু বিশ্বাস (চিত্রনায়িকা)।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দি হওয়ায় মনটা ভালো নেই। অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে যাই তাদের কাছে। অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে। কারণ, আমার নিজেরও ছেলে আছে। এইসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই। কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছিনা।’

তিনি আরো লিখেছেন, ‘বন্যার প্রথম থেকে আমি আমার জায়গা থেকে বিভিন্ন টিম, ফাউন্ডেশনে সহায়তা করে চেষ্টা করে যাচ্ছি বন্যার্তদের পাশে থাকার। আমরা সবার যার যার জায়গা থেকে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াই। তাহলেই ঘুরে দাঁড়াবে আমাদের সোনার বাংলাদেশ।’