‘মানুষ আর দানবের পার্থক্য আমরা ভুলে যাই কেন?’

‘মানুষ আর দানবের পার্থক্য আমরা ভুলে যাই কেন?’

কয়েকদিন আগে ভারতে এক মা হাতি হত্যার ঘটনা ঘটে। এতে সরব হন দুই বাংলার তারকারা। এবার সামাজিক মাধ্যমে ফের ছড়িয়ে পড়েছে হাতি নির্যাতনের ঘটনার একটি ভিডিও। এর প্রতিবাদ করেছেন অভিনেত্রী তমা মির্জা ও নাজিফা তুষি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, শিকলে বাঁধা একটি হাতিকে বেধড়ক পেটাচ্ছে দুই ব্যক্তি। পাশেই ফায়ার সার্ভিসের স্টেশন। ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্যও দাঁড়িয়ে দেখছিলেন ঘটনাটি। 

হাতি নির্যাতনের একটি ছবি নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে প্রতিবাদ করেছেন তমা ও তুষি। তমা লিখেছেন, ‘দিনের আলোতে প্রকাশ্যে একটা হাতিকে পায়ে শিকল দিয়ে, দড়ি দিয়ে বেঁধে পেটানো হচ্ছে। আর সেটা সবাই দেখছে, কতোটা পাশবিক,মর্মান্তিক। মানুষ আর দানবের পার্থক্য আমরা ভুলে যাই কেন?’

শেষে প্রশ্ন ছুঁড়ে দিয়ে তমা লিখেছেন, ‘কোনো বিচার কি নেই বোবা পশুপ্রাণীর এই অমানবিক অত্যাচারের?’

তমার ওই পোস্টের মন্তব্যের ঘরেও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। কেই কেউ নির্যাতনকারীদের আইনে আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে নাজিফা তুষি কিছু লেখেননি। নীরব প্রতিবাদস্বরুপ শুধু ছবিটি শেয়ার করেছেন নিজের টাইমলাইনে।