শুভর প্লট বাতিল করা অযৌক্তিক: আব্দুর নূর তুষার

শুভর প্লট বাতিল করা অযৌক্তিক: আব্দুর নূর তুষার

সংরক্ষিত কোটায় রাজউকের প্লট বরাদ্দ হয়েছিল ঢালিউড অভিনেতা আরিফিন শুভর নামে। তবে শুভর নামে দেওয়া প্লটটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি অযৌক্তিক মনে করছেন জনপ্রিয় উপস্থাপক আব্দুর নূর তুষার। এ নিয়ে সামাজিক মাধ্যমে নিজের মতামত তুলে ধরেছেন তুষার। 

গতকাল নিজের ফেসবুকে তুষার লেখেন, ‘শুভর প্লট বরাদ্দ বাতিল করা অযৌক্তিক। তার অভিনয়-মডেলিং ক্যারিয়ার চব্বিশ বছরের। ছেলেটা কখনো রাজনীতিতে ছিল না। আলো আসবেই গ্রুপ করে নাই। নির্বাচনী প্রচারণায় ঢ্যাং ঢ্যাং করে ঢোল বাজায় নাই। সে একাধিকবার প্রথম আলো পুরস্কার পেয়েছে। সেখানে লীগের প্রভাব ছিল না। তাকে কাস্ট করেছিল শামা জায়েদি ও শ্যাম বেনেগাল সরাসরি। গণভবনে কাস্টিং করার দাওয়াত সে পায় নাই। সে লিস্টেই ছিল না। আরিফিন শুভর সঙ্গে অন্যায় করা হচ্ছে। সে কোনো সংস্কৃতি লীগ বিবৃতি লীগেও ছিল না। বিশ বছরেরও বেশি আগে ছেলেটার প্রথম দিকে বহু কাজ আমার সঙ্গে। সে বিনয়ী ছেলে। ভালো ছেলে।’

এরপর লেখেন, ‘আমার অনেক প্রিয় তিশা আর সাবিলা নূর। নুসরাত ফারিয়াও। এরা ছিল রেণু-রেহানা ও হাসিনা চরিত্রে। এখন কি এরাও নানা রকম সাজা পাবে? সাবিলা তো পুরোই বেমানান ছিল! রেহানা আপা কোনদিনও ওর মতো সুন্দরী ছিল না। শিল্পীর কাজ অভিনয়। এ জন্য তাকে শাস্তি দেয়া সঠিক না। তাহলে কি কল রেডি মাইক ব্যবসা বন্ধ হবে? সিনেপ্লেক্স বন্ধ হবে? ছবি দেখিয়েছে তাই? শাস্তি শ্যাম বেনেগালকে দেন। এত বাজে একটা ছবি বানিয়েছে তাই।’

সংরক্ষিত কোটা ১৩/এ-ধারা অনুযায়ী, রাজউক এলাকায় নিজস্ব প্লট বা ফ্ল্যাট নেই এমন সংসদ সদস্য, বিচারপতি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তা; এবং যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন, তারা এ ধারায় প্লট পাবেন। এ ধারা অনুযায়ী, বোর্ড সভার সিদ্ধান্তে ২০২৩ সালের ২৭ নভেম্বর উপ-পরিচালক (এস্টেট ও ভূমি) নায়েব আলী শরীফ স্বাক্ষরিত এক আদেশে শুভকে এ প্লট চূড়ান্ত বরাদ্দ দেয় রাজউক।